header banner

প্রাণ কেড়ে নেওয়া গর্ভগৃহে , প্রাণ বাঁচানোর লড়াই

আট বছর পেরিয়ে গেছে , দুঃস্বপ্নের সেই দিন , চিৎকার , কান্না , প্রাণ বাঁচানোর লড়াই । করোনা চিকিৎসা এবার সেই দগ্ধ অংশে , সেই আমরি হাসপাতালের বন্ধ হয়ে যাওয়া অংশ বিশেষে। প্রাণ বাঁচানোর লড়াই হবে সেই প্রাণ কেড়ে নেওয়া গর্ভগৃহে । এক অনন্য প্রচেষ্টা নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর এবং এই সিদ্ধান্তকে স্বাগত জনিয়েছেন আমরি কর্তৃপক্ষ।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, পুজোর পর সব সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড (COVID) ওয়ার্ড খোলার প্রস্তাব দেয় স্বাস্থ্যদপ্তর। সেই সময়ই ওই পুড়ে যাওয়া অংশে করোনা চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। খুব দ্রুত আমরি হাসপাতালে কোভিড ওয়ার্ডে পরিষেবা প্রদান শুরু করা হবে।{ads}


করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণেই রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড হাসপাতালও।ইতিমধ্যে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়েছে ৩ লক্ষ ৮৫ হাজারের গণ্ডি। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে বাংলার ৭,০১৩ জনের। এখনও পর্যন্ত মোট নুমনা পরীক্ষা হয়েছে ৪৬,৮৮,২৯৫ জনের।
বিগত সাত মাস বাংলায় করোনা ও তাঁর সঙ্গে লড়াইয়ের গল্পগুলি প্রত্যেক মানুষের কাছে আতঙ্ক , প্রিয়জনদের হারানোর ভয় ও সাবধানতায় প্রতিজ্ঞাবদ্ধ । মানুষ প্রতি মুহূর্ত চিন্তায় মগ্ন চিকিৎসা ব্যাবস্থা ও প্রয়োজনীয় দ্রব্যের প্রাপ্তি নিয়ে । সরকারি ও বেসরকারি উভয় জায়গায় সমান মানে চিকিৎসার আশায় মানুষ ও তাঁর সঙ্গে হাসপাতালে প্রয়োজনীয় সুযোগ সুবিধা যাতে পাওয়া যায় ,বিশেষত করোনা চিকিৎসার আলাদা ব্যাবস্থা যাতে নেওয়া যায় সেই আশায় তাকিয়ে চিন্তিত মানুষ।  {ads}
 

amri hospital bhubaneswar amri hospital salt lake kolkata amri hospital salt lake doctor strange infinity war iron man covid covid 19 test covid 19 covid 19 symptoms sheffield ttimes west bengal healt

Last Updated :