header banner

Abhijit Gangopadhyay : হাইকোর্টের বিচারপতি হিসেবে পদত্যাগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শেষ দিন। রবিবার নিজের মুখেই তিনি জানালেন, পদত্যাগ করবেন।

{link}

 

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি বিচারপতি পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামিকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমি সেদিন কোনও বিচারের কাজ করব না। কতগুলি মামলা অর্ধেক হয়ে রয়েছে, সেগুলি আমার লিস্ট থেকে রিলিজ করতে হবে। এরপর আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাব। মঙ্গলবার আমাদের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব। যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন ও কনস্টিটিউশন ল এর প্রবিশন। সেটা মঙ্গলবার হবে। এরপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। 

{link}


তিনি বলেন, মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, সব প্রশ্নের উত্তর দেব। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মাথা আমি এখনও নত করিনি। তিনি বলেন, কোনও ইঙ্গিতই আমি এখন দেব না। সংবাদ মাধ্যমের অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি কাজের সময়। আমি ঋণী। দুর্নীতির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ক্রমাগত কথা বলে গিয়েছে, আমার কাজের যে সমর্থন পেয়েছি, আমি প্রণাম জানাতে চাই। মিডিয়ার কাছে আমি কিছু লুকাবো না।  

{ads}

News High Court Judge Abhijit Gangopadhyay সংবাদ

Last Updated :