header banner

Abhijit Gangopadhyay : 'গো ব্যাক' শুনে ফিরতে হলো অভিজিৎ গাঙ্গুলিকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রায় তখন গভীর রাত। প্রাক্তন বিচারপতি (Former Judge) অভিজিৎ গাঙ্গুলি (Abhijit Gangopadhyay) গিয়ে পৌঁছান জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে। তবে অপ্রত্যাশিতভাবে তাঁকে শুনতে হলো -'গো ব্যাক' (Go Back) শ্লোগান। তাঁর সঙ্গে কথা বলা তো দূরে থাক, বিক্ষোভকারীরা তাঁকে আন্দোলনস্থল ছেড়ে চলে যেতে বলেন।

{link}

জুনিয়র ডাক্তারদের (Junior doctors) কথা মেনে সেখান থেকে চলেও যান প্রাক্তন বিচারপতি। তবে সংবাদমাধ্যমকে তিনি জানান, আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল,সমব্যথী। আসল কথা হলো, এই আন্দোলনে আন্দোলনকারীরা কোনো রাজনৈতিক রং লাগাতে দেবেন না। সোমবার ডাঃ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরে তাদের আন্দোলন আরো জোরদার হয়ে ওঠে।

{link}

রাতভর অবস্থান করবেন। সেখানে পৌঁছে যান সোহিনী সরকারের (Sohini Sarkar) মতো তারকারা। হাজির হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন প্রতিবাদীরা। কয়েকজন মিলে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। মাইকিং করে বলে হতে থাকে, “একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব এখান থেকে চলে যেতে। আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেবেন না।” এই ঘটনাই খুবই খুশি হয় তৃণমূল। তারা পুরো ভিডিওটি তাদের ফেসবুকে পোষ্ট করে।

{ads}

News Breaking News Abhijit Gangopadhyay Former Judge Go Back Junior doctors Protest R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape

Last Updated :