শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন সংসদীয় দলের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে মঙ্গলবার রাতে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশ্বমঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলতে সম্প্রতি উপমহাদেশে ঘুরেছে সংসদীয় প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
{link}
১৫ দিন ধরে মোট পাঁচটি দেশে ঘোরেন তাঁরা। এই সফর নিয়ে প্রথম থেকেই অভিষেকের সাফ কথা ছিল, "আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। শাসক দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহর চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না।” ১৫ দিনের সফর শেষে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
{link}
সেখানেই বুধবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S. Jaishankar) ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবেন না বলে জানান অভিষেক। ইতিমধ্যেই তা চিঠি দিয়ে জানিয়েছেন বলে খবর। এদিন অভিষেক জানান, পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাছাড়া আগামী ১৯ তারিখ কালীগঞ্জে উপনির্বাচন। সেই সংক্রান্ত বেশ কিছু বৈঠকও আছে। সেই কারণেই এই মুহূর্তে সর্বদল বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি। তবে সফরকালের উপলব্ধি চিঠিতে বিদেশমন্ত্রকে জানাবেন অভিষেক। এদিকে সূত্রের খবর, আজ অভিষেক অনুব্রতকে নিয়ে পার্টির সিদ্ধান্ত জানাবেন।
{ads}