header banner

Kolkata: কয়েকদিন ধরেই অভিযুক্তরা রেইকি করেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুক্রবার ভর সন্ধ্যায় হাড় হিম করা ঘটনা ঘটে কলকাতার কাউন্সিলার সুশান্ত ঘোষের সঙ্গে। সঙ্গে সঙ্গে ধরা পরে যায় প্রধান আততায়ী। তাকে প্রশ্ন করেই সামনে আসছে নানা তথ্য। গত কয়েকদিন ধরেই অভিযুক্তরা রেইকি করেছেন বলে মনে করছে পুলিশ, সেই মতো তাঁরা নিজেদের পরিকল্পনা সফল করতেই এসেছিল।

{link}

অভিযুক্ত যুবরাজকে ২,৫০০ টাকা অ্যাডভান্স দিয়েছিলো বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইকবাল। তবে এখন জানা যাচ্ছে, এটা হল ছদ্মনাম। তাঁর আসল নাম যুবরাজ সিং। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যিনি মূলচক্রী, তিনি কলকাতা বন্দরের দুটি জায়গায় আততায়ীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন।এই ঘটনায় পুলিশ একজন ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে। কারণ সূত্রের খবর ওই ট্যাক্সি করেই বেশ কয়েকবার তারা ওই অঞ্চল রেইকি করে যায়। অন্যদিকে, শুক্রবার যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি ভুল নাম বলছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর আসল নাম যুবরাজ সিং।

{link}

যুবরাজকে জেরা করে একের পর এক তথ্য আসছে পুলিশের হাতে। শুক্রবার তিলজলায় একটি স্কুটি দেওয়া হয় তাঁদের, বলা হয় সুশান্তকে ভয় দেখাতে হবে। আর পিছনদিকে বাকিরা থাকবে, তারা তাদের কাজ করে চলে যাবে। এই ঘটনায় আরও ৪/৫ জন ছিল বলেই পুলিশের ধারণা। পুলিশ তাদের খোঁজ করছে।

{ads}

news breaking news dead threat Kashba counciler Kolkata West Bengal সংবাদ

Last Updated :