header banner

Supriyo Dutta : রাজ্য সরকারের পুরস্কার ফেরালেন অভিনেতা সুপ্রিয় দত্ত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সাম্প্রতিক বক্তব্যে প্রবলভাবে ক্ষুন্ন হয়েছেন আত্মসম্মানবোধ সম্পন্ন শিল্পী তথা কলা-কুশলীরা। ফলে রাজ্য সরকারের (State Govt) দেওয়া 'সাম্মানিক' ইতিমধ্যে অনেকেই ফেরৎ দিয়েছেন। সেই তালিকায় আসলেন সুপ্রিয় দত্ত (Supriyo Dutta)। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার (West Bengal Natya Akademi Award) ফেরালেন এবার অভিনেতা-নাট্যকর্মী সুপ্রিয় দত্ত।

{link}

বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও ক্ষোভের জেরেই একে একে রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। সেই তালিকাতেই নাম লেখালেন সুপ্রিয় দত্ত। বৃহস্পতিবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর ২০২৪ রাজ্য সরকারকে চিঠি দিয়ে পুরস্কার ফেরালেন তিনি। সুপ্রিয় দত্তের কথায়, ‘একজন বিধায়ক বললেন, ‘যাঁরা যাঁরা টাকা নিয়েছেন, তাঁরা ফেরত দেবেন তো?’ এমনিতেই আমি খুব যন্ত্রণার মধ্যে রয়েছি। খালি মনে হচ্ছে, এটা বোধহয় আমার কাছে রাখা ঠিক নয়। খুব গ্লানিতে ভুগছি। সেই কারণেই এটা আমি ফেরত দিতে চাই।'

{link}

এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিচ্ছেন বহু শিল্পী। আর জি কর কাণ্ডে যখন সারা দেশ তোলপাড়, তখন একজন বিধায়ক তথা অভিনেতার মুখের এই কথায় আহত হয়েছেন কমবেশি সকলেই। কিন্তু একটা বড়ো অংশ এখন শাসক দলের সঙ্গে থাকায় তাঁরা নীরবতা পালন করতে বাধ্য হচ্ছেন। কিন্তু সুপ্রিয় দত্তের সেই দায় নেই। সুপ্রিয় দত্ত বলেন, 'একটা নৃশংস হত্যা, মানুষ পথে নেমেছেন। এমন নয় যে আমায় এটা খুব অসম্মান করে দেওয়া হয়েছিল, সম্মান দিয়েই পুরস্কৃত করা হয়েছিল। কিন্তু কাঞ্চন মল্লিকের ওই কথার পরে সেই সাম্মানিক আমি হজম করতে পারছি না।' তিনি আরো বলেন,'কাঞ্চন মল্লিক, তিনি তো ইন্ডাস্ট্রির মানুষ। আজ তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে পুরস্কার ফেরাচ্ছেন বহু গুণী শিল্পী।' এভাবেই প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বহু শিল্পী।

{ads}

News Breaking News Kanchan Mullick Supriyo Dutta Tollywood Actor State Govt West Bengal Natya Akademi Award R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice

Last Updated :