header banner

CPM: আদর্শ নেতা বিমান বসু এখন ভর্তি হাসপাতালে

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  সম্প্রতি বিমান বসুর অভিন্ন হৃদয় দুই বন্ধু বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির মৃত্যুর পরে মানসিক দিক দিয়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। এরই মধ্যে সোমবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পারেন। গতকাল রাত ৯ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বিমান বসুকে।

{link}

জানা গিয়েছে, রাতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস‍্যার কারণে অসুস্থ বোধ করেন সিপিআইএম নেতা। প্রবীণ নেতার বয়স বর্তমানে ৮৪ বছর। আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাকে। ইতিমধ্যে হসপিটাল চত্তরে ভিড় জমতে শুরু করেছে পার্টি কমরেডদের।

{link}

বাংলা বামপন্থী আন্দোলনের আদর্শ প্রতীক ছিলেন বিমান বসু। তাঁর সহজ সরল জীবন ও জীবনে সততা বাংলার যেকোনো  রাজনীতিকের অণুকরণীয় হতে পারে।

{ads}

news breaking news CPM leader hospitalised West Bengal Kolkata সংবাদ

Last Updated :