header banner

R. G Kar: আন্দোলনকারীদের ব্যবহারযোগ্য বায়ো-টয়লেট তুলে নিল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক:  কোনো সভ্য দেশে এটা স্বাভাবিক নয় যে আনশন-আন্দোলন বন্ধ করার জন্য আন্দোলনকারীদের ব্যবহারযোগ্য বায়ো-টয়লেট তুলে নিতে হবে। কিন্তু কলকাতা পুলিশ তাই করেছে রবিবার। সোমবার তারা নতুন করে বায়ো-টয়লেটের ব্যবস্থা করলে পুলিশ তা তুলে নিতে চলে এসেছে। এদিকে রবিবার যখন শহর কলকাতায় ঢল নেমেছিল দুর্গা ঠাকুর দর্শনের, ঠিক তখনই ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চের সামনে ছিল তারকা থেকে সাধারণ মানুষের চিন্তিত মুখ। ২৪ ঘণ্টার উপরে অনশনে ৬ ডাক্তাররা। রবিবার সেই দলে যোগ দিয়েছেন আরও একজন। ভিডিয়ো শেয়ার করে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিলেন সুদীপ্তা, দেবলীনা, উষসীরা। তারা আন্দোলনের সমর্থন জানিয়ে মঞ্চে উপস্থিত হন।

{link}

সুদীপ্তা বলেন,'আমরা এখন ধর্মতলায়। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে। আমি শুধু জানতে চাইছিলাম যে, হচ্ছেটা কী! আমি খুব টেনশনে। ঘরে থাকতে পারছি না।' দেবলীনা পাশ থেকে বললেন, ‘আপনারা একবার আসুন এখানে। দেখুন অবস্থা কেমন অ্যালার্মিং’। উষসী যোগ করেন, ‘ওরা কেমন ম্রিয়মান হয়ে গেছে। চোখে দেখেই বুঝতে পারবেন।’

{link}

সবটা মিলিয়ে আবার হয়তো পথে নামতে চলেছে টলি পাড়ার একাংশ। সেখানে উপস্থিত দুই জুনিয়র ডাক্তার জানালেন, আমরা নিজেদের সিদ্ধান্তে অনড়। জাস্টিস ফর অভয়া যাতে আর দেরি না হয়। আর যেন, জয়নগর, নির্ভয়া, হাথারাস না হয়।

{ads}

news breaking news rape case junior doctor Kolkata সুংবাদ

Last Updated :