header banner

শীতের আমেজে এক ঝলক তৃপ্তি

তিলোত্তমার নামজাদা অলংকারগুলির মধ্যে অন্যতম হল সকলের প্রিয় চিড়িয়াখানা। যেন এক ফালি প্রশান্তি মিশে থাকে এর আনাচে কানাচেতে। ছোটোদের কাছে চিড়িয়াখানা যেন পৃথিবীর সমস্ত আশ্চর্যগুলোর মধ্যে একটা। তবে শুধু ছোটোরা নয়, বড়োদের কাছেও চিড়িয়াখানা শীতের মনকাড়া জায়গাগুলির মধ্যে টপ প্রেফারেন্স। বর্তমানে এই প্রশান্তিরই এক টুকরো উপভোগ করার সুযোগ করে দিল আলুপর চিড়িয়াখানা। করোনা পরিস্থিতিতে স্তব্ধ হয়ে স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে ব্যাবসা বাণিজ্য সহ সবকিছুই। শুধু তাই নয়, এই অতিমারী শিশুদের ওপরও গভীর ভাবে প্রভাব ফেলেছে । দীর্ঘ ৬ থেকে ৭ মাস সাক্ষাৎ নেই সহপাঠী ও খেলার সাথীদের সঙ্গে। এই পরিস্থিতিতে আশার আলো দেখালো পরিতুষ্টির আঁতুরঘর চিড়িয়াখানা। {ads}
 ২রা অক্টোবর থেকেই দর্শকদের জন্যে খুলে দেওয়া হয় চিড়িয়াখানা। তখন থেকেই নজর কেড়েছে দর্শকের ভিড়। তবে যত দিন এগোচ্ছে, ভিড় তত বাড়ছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশীষ কুমার সামন্ত। প্রতিদিন গড়ে প্রায় ২৬০০ জন করে দর্শক ভিড় জমাচ্ছে চিড়িয়াখানাতে। তবে, পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছু ব্যাবস্থাপনার কথা উল্লেখ করেছেন আশীষ বাবু। তিনি জানিয়েছেন, যথেষ্ট সতর্কতার সাথেই চালানো হচ্ছে এই পরিষেবা। টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা। প্রত্যেক দর্শককেই স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। যে বিষয়টির ওপর তিনি বিশেষভাবে জোড় দিয়েছেন সেটি হল যথাযথ মাস্ক এবং স্যানিটাইজারের প্রয়োগ। শুধু তাই নয়, প্রবেশের পরে ভিতরেও যাতে সামাজিক দুরত্ব বজায় রাখা হয় সেই জন্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দাড়ানোর জায়গাও। তবে লোকাল ট্রেন চালু হবার পর যে ভিড় বাড়তে পারে সেই বিষয়টি মাথায় রেখেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আশীষ বাবু। এবছর যে বিষয়টি বিশেষভাবে নজর কাড়ছে সেটি হল জু অ্যাপ এই মাধ্যমে অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতিতেই টিকিট কাটার সুযোগ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশীষ কুমার সামন্ত। 
 বছরের প্রায় বেশিরভাগ দিনগুলিই যখন কেটেছে করোনা সংক্রমণের ভয়ে এবং অর্থনৈতিক মন্দায়, তখন আশা করা যায় আলিপুর চিড়িয়াখানার এই অভিনব প্রয়াসে ছোটো থেকে বড়ো প্রত্যেকেরই কিছুটা স্বস্থি মিলবে। {ads}  
 

Alipore Zoo Kolkata West Bengal

Last Updated :