header banner

Supreme Court : মঙ্গলবার শীর্ষ আদালতের দিকে তাকিয়ে সকলেই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিখ্যাত এম হিন্দি সিনেমায় 'তারিখ পে তারিখ' শব্দবন্ধটা আবার সামনে চলে আসছে। আগামীকালে কয়েকটা বিষয় শীর্ষ আদালতে (Supreme Court) গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। তারমধ্যে অন্যতম হলো - ময়না তদন্তের চালান - যা আগের দিন কপিল সিব্বল (Kapil Sibal) দিতে পারেন নি। এছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের (Junior doctors) বৈঠক দু'বার ভেস্তে যাওয়া। আর অতি গুরুত্বপূর্ণ হলো তিলোত্তমা ধর্ষণ ও হত্যাকান্ডে ডাঃ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) ও OC অভিজিৎ মন্ডলের (Abhijit Mandal) গ্রেফতার।

{link}

এই জোড়া গ্রেফতারি সিবিআই (CBI)-কে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মঙ্গলবারের শুনানির আগে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আইনজীবীও বদল হয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী গীতা লুথারার পরিবর্তে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিংহ (Indira Jaising)। সবটা মিলিয়ে মঙ্গলবার শীর্ষ আদালত জমজমাট হতে চলেছে।

{link}

প্রশ্ন উঠবে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত সরকারি হসপিটালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে কিনা! এছাড়াও দেখা হবে -
* মহিলা ও পুরুষদের আলাদা ডিউটি রুম ও টয়লেট হয়েছে কিনা!

* গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসাতে হয়েছে কিনা! 

* মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের আলোচনা ভেস্তে গেলো কে!

 কপিল সিব্বল ও ইন্দিরা জয় সিংহ কিভাবে নিজেদের যুক্তি সাজাবেন সেইদিকে সবাই তাকিয়ে আছেন।

{ads}

News Breaking News Junior doctors Abhijit Mandal Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Ba

Last Updated :