header banner

Pousali Banerjee : আচমকাই সব শো বাতিল পৌষালির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পৌষালি (Pousali Banerjee) এমনই এক সংগীত শিল্পী (singer) যিনি কথা দিয়ে কথা রাখেন না তা হয় না। কিন্তু এবার  বিদেশ থেকে ঘুরে এসেই বিপত্তি। একের পর এক শো বাতিল করছেন। সোশ্যাল মিডিয়ায় সবটাই জানিয়েছেন তিনি। বিদেশ থেকে ফিরতেই ভর্তি হতে হল হাসপাতালে। গলব্লাডার স্টোন (Gallbladder stones) ধরা পড়েছে তাঁর।

{link}

কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই আজ, শুক্রবার তার অপারেশন। যে কারণে বেশ কিছু শো বালিত করতে এক প্রকার বাধ্য হলেন গায়িকা। অনুগামীরা অবশ্য এই বিষয়ে পৌষালির কোনো দোষ দেখছেন না। পৌষালি এখন বাংলার একজন খুবই জনপ্রিয় গায়িকা। দু’বছর অন্তর একবার পুজোটা বাইরে কাটান তিনি।

{link}

বিদেশে কনসার্ট ট্যুরে একের পর এক শো করে কলকাতায় ফিরেতেই বিপত্তি। একের পর এক শিডিউল শো রয়েছে বাংলার বুকে। তবে আচমকাই সব শো বাতিল করতে হল গায়িকাকে। খবরে পেয়ে সকলেই বেজায় অবাক। কিন্তু কি করা যাবে। আমরা সকলেই কামনা করি, পৌষালি দ্রুত সুস্থ হয়ে আবার গানের জগতে ফিরে আসবেন।

{ads}

News Breaking News singer Pousali Banerjee Tollywood Social Media Kolkata Gallbladder stones সংবাদ

Last Updated :