header banner

Bidhannagar : এক তরুণীকে ইট দিয়ে মারার অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিধাননগরের (Bidhannagar) শান্তিনগর এলাকায় এক তরুণীকে ইট দিয়ে মারার অভিযোগে প্রধান অভিযুক্ত টিঙ্কু হালদারকে অবশেষে গ্রেফতার করলে পুলিশ। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, বুধবার গভীর রাতে ওই ব্যক্তিকে শিয়ালদহ থেকে গ্রেফতার করা হয়।

{link}

সেখানে একটি হোটেলে টিঙ্কু লুকিয়েছিল বলে দাবি পুলিশের। আজ বৃহস্পতিবার দুপুরে বিধাননগর এসিজেএম আদালতে হাজির করা হবে। গত ১৮-ই মার্চ, মঙ্গলবার একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছিল, প্রকাশ্যে তরুণীকে চুলের মুঠি ধরে মারছে টিঙ্কুর স্ত্রী। তারপর দেখা যায় টিঙ্কু থান ইট দিয়ে বেধড়ক মারছে তরুণীকে।

{link}

তরুণীর অভিযোগ ছিল, পুলিশ লঘু ধারা টিঙ্কুর স্ত্রী গ্রেফতার হবার পরেও জামিন পেয়ে গিয়েছে। অন্যদিকে গা-ঢাকা দেওয়া টিঙ্কু শাসকদলের কর্মী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। তরুণী আরও জানিয়েছিল, গাড়ি রাখাকে কেন্দ্র করে তাঁকে মারধর করা হয়েছিল।

{ads}

News Breaking News Bidhannagar সংবাদ

Last Updated :