শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আগামী ১৩ তারিখ বাংলায় ৬টি জায়গায় উপনির্বাচন। আর সেই পরিস্থিতিতেই স্বরাষ্ট্রেমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah) আসছেন বাংলায়। বুধবার রাতে কলকাতায় (Kolkata) পৌঁছবেন শাহ। এরপর বৃহস্পতিবার থাকছে তাঁর ঠাসা কর্মসূচি।
{link}
কল্যাণী-পেট্রাপোল, আরামবাগ এবং কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন বিশেষ বৈঠকও। তবে বৃহস্পতিবার রাতেই ফিরে যাবেন দিল্লি (Delhi)। যতদূর জানা যাচ্ছে, অমিত শাহর সমস্ত প্রোগ্রাম সরকারি। কোনো রাজনৈতিক মিটিং তিনি এবার করছেন না।
{link}
অমিত শাহর যে সরকারি সফরসূচি চূড়ান্ত হয়েছে তাতে আগামী বুধবার রাত দশটায় কলকাতা বিমানবন্দরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যাবেন নিউটাউনের (Newtown) একটি পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন শাহ। পরদিন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে। আরামবাগ (Arambagh) ও সল্টলেকে (Salt Lake) দুটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলেই জানা গেছে।
{ads}