header banner

Amit Shah : কলকাতায় আসতে পারেন অমিত শাহ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আগামী ২৪ অক্টোবর কলকাতায় (Kolkata) আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সংক্রান্ত এক বিশেষ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। খবর বিজেপি (BJP) সূত্রের। গত ১৬ অগাস্ট দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J. P. Nadda) আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযানের ঘোষণা করেন।

{link}

এর পরে ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদিকে (Modi) দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। বাংলায় প্রথম সারির নেতারা সেই সময়ে সদস্য হলেও বাংলায় সার্বিক কর্মসূচি শুরু করতে পারেনি বঙ্গ পদ্ম শিবির। আরজি কর কাণ্ডের ( R G kar Incident) আবহে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি কিছুটা থমকে রয়েছে। এবার অমিত শাহের বঙ্গ সফরের মাধ্যমে সেই কর্মসূচিতে জোর দিতে চাইছে রাজ্য বিজেপি।‌ অমিত শাহের কলকাতা সফরের ফাঁকে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন শাহ বলে সূত্রের খবর।

{link}

মঙ্গলবার বিজেপির সল্টলেক অফিসে সুনীল বনসল ও অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য বিজেপির একাধিক পদাধিকারীদের সঙ্গে অমিত শাহের সফরকে সামনে রেখে একটি প্রস্তুতি বৈঠক করেন। ২০২৬-এ বিধানসভা নির্বাচন। অমিত শাহ ২৪ অক্টোবর কলকাতা সফরে এলে‌ সেদিন থেকেই‌ একদিকে সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও এখন থেকেই জোরকদমে শুরু করে দিতে চাইছে বঙ্গ‌ পদ্ম শিবির।

{ads}

News Breaking News Kolkata Amit Shah Home Minister BJP J. P. Nadda PM Modi Politics Politician সংবাদ

Last Updated :