header banner

Anubrata Mondal : জেলমুক্তি হল অনুব্রত মণ্ডলের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনুব্রত মন্ডল, মুখ্যমন্ত্রীর 'কেষ্ট' এই দীর্ঘ সময় পরে ঢুকলেন নিজের বাড়িতে। বিপুল পুলিশের আয়োজন। সে এক এলাহী ব্যবস্থা। ২ বছর ১ মাস ১২ দিন পরে জেলমুক্তি হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। সোমবাক ২৩ সেপ্টেম্বর রাত সওয়া ৯টা নাগাদ দিল্লির তিহাড় জেলের (Tihar jail) ৩ নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে।

{link}

বাবার জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন মেয়ে সুকন্যা (Sukanya Mondal), যিনি নিজেও কয়েকদিন আগে জামিন পেয়েছেন। মেয়ের হাত ধরেই জেলের বাইরে পা রাখেন বীরভূমের (Birbhum) এই দাপুটে নেতা। এদিন সুকন্যাকে নিয়েই নিচুপট্টির বাড়িতে ঢোকেন। চারিদিকে শ্লোগান - অনুব্রত মন্ডল জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ।

{link}

নিজের বাড়িতে দলীয় অফিসে বসলেন বীরভূমের 'বাঘ'। প্রচুর ভিড় অনুরাগীদের। পুলিশের ঘেরাটোপ এগিয়ে কাউকে কাউকে দেখে অনুব্রত হাত নাড়লেন। মঙ্গলবার সকাল থেকে সেই ছবিতে আবারও বদল এসেছে। সকাল থেকে তৃণমূলের নিচুতলার কর্মীরা তো আছেনই। জেলার নেতারা এসেছেন। সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহারা হাজির সকলেই। শাখ বাজিয়ে উলু দিয়ে স্বাগত জানালেন অনুব্রত মন্ডলকে।

{ads}

News Breaking News Anubrata Mondal Tihar jail Delhi Birbhum Sukanya Mondal Daughter West Bengal CM Mamata Banerjee Politics Politician TMC সংবাদ

Last Updated :