শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত তিনদিন ধরেই বিকাশ ভবনে চলেছে চাকরিহারাদের বিক্ষোভ আন্দোলন। পুলিশের হাতে লাঠিপেটা খেয়েছে বহু আন্দোলনকারী। সেই অবস্থায় শান্তির বার্তা নিয়ে বিকাশভবনে উপস্থিত হলেন জনৈক শিল্পী।
{link}
তাঁকে নিয়ে আসে INTUC সেবাদল। শিল্পী জানান, তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে এসেছেন। তিনি এসেছেন শান্তির বার্তা নিয়ে। তাঁর একহাতে ছিল গীতাঞ্জলি ও অন্যহাতে গোলাপফুল। তিনি উপস্থিত পুলিশকর্মীদের দিকে একটি করে ফুল এগিয়ে দেন, যদিও পুলিশকর্মীরা তাঁর কাছ থেকে ফুল গ্রহণ করেন নি।
{link}
এর পরেই তিনি যান আন্দোলনকারী শিক্ষকদের মাঝে। তাদের সাথে কথা বলেন। পুলিশি নির্যাতনের নিন্দা করে বলেন, জাতির মেরুদন্ড এই শিক্ষকরা। তাদের এভাবে শারীরিক নিগ্রহ করা পুলিশের একদম উচিত হয়নি। আন্দোলনকারীরা তাঁকে জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
{ads}