শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সাত সকালেই নড়ে উঠলো কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল। কলকাতায় (Kolkata) কম্পন খুব বেশি অনুভূত না হলেও কোনো কোনো বহুতলের মানুষ রাস্তায় বেরিয়ে আসে। জানা যাচ্ছে, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে।
{link}
জানা যাচ্ছে, ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল। প্রসঙ্গত, রাজ্যে এই ভূমিকম্প অনুভূত হওয়ার আগে, গতকালই উত্তর প্রদেশের গাজিয়াবাদ ও হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তারও আগে দিল্লি কেঁপে ওঠে কম্পনে। পর পর গত কয়েকদিন ধরেই ভূমিকম্পের ঘটনা ঘটে যাচ্ছে দেশের বহু এলাকায়। এদিকে, আজ, মঙ্গলবার সকালে ভোর ৬ টা ১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। বহু শহরবাসীরই ঘুম ভেঙেছে কম্পনের জেরে।
{link}
তবে ভূমিকম্প যে শুধু রাজ্যে অনুভূত হয়েছে তা নয়। কম্পন অনুভূত হয়েছে ওড়িশাতেও। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.১। এই ভূমিকম্পের এপিসেন্টার (উৎস) বঙ্গোপসাগরে বলে জানা যাচ্ছে। তথ্য বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে এর এপিসেন্টার রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)। গত কয়েকদিনের মধ্যেই ভারতের বহু জায়গায় বার বার করে ভূমিকম্প অনুভূত হচ্ছে। এটা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
{ads}