header banner

Tapasia : সপ্তাহের শুরুতেই আবার আগুন কলকাতায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সপ্তাহের শুরুতেই আবার আগুন কলকাতায় (Kolkata)। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ প্রথম আগুন চোখে পরে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সাড়ে সাতটায় আগুন লেগেছে। অ্যালুমিনিয়ার ফ্যাক্টরিতে (Aluminia Factory) একটা ঘরে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে সব কটা ঘরে ছড়িয়ে পড়ে।” ঘিঞ্জি এলাকায় বসতবাড়িও থাকায় আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

{link}

স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেয়। নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানাটি অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরি করার। সোমবার সকালে হঠাৎ করাই সকালে ওই কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তখনই নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ২টি ইঞ্জিন। পরিস্থিতি বুঝে আরও তিনটি ইঞ্জিন আসে। শেষ পর্যন্ত ৯টি ইঞ্জিনকে আসতে হয়। 

{link}

তপসিয়ার (Tapasia) ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।. ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, আগুন আয়ত্তে, তবে এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের (short circuit)জেরেই আগুন লেগেছে।

{ads}

News Breaking News Aluminia Factory Kolkata Firefighter Tapasia short circuit সংবাদ

Last Updated :