header banner

ন্যায়ের দাবিতে বিক্ষোভে বিজেপি

বিজেপি কর্মীদের মৃত্যু নিয়ে এবার কলকাতা থেকে সরব হলেন বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল এবং সায়ন্তন বসু ।এই নিয়ে এদিন তারা গান্ধী মূর্তি পাদদেশে একটি অবস্থান বিক্ষোভ করেন, তাঁরা জানান পোস্টমর্টেম করা হলেও মৃতদেহ বাড়ির লোক পাননি। পরে  পরিবার কলকাতা হাইকোর্টে একটি অভিযোগ জানান করেন। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মৃতদেহ পুনরায ময়না তদন্তের নির্দেশ দেন। কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহ পুনরায় ময়নাতদন্ত করা হয়নি এবং মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি।

এখনও পর্যন্ত  মৃতদেহ কলকাতা আরজিকর হাসপাতালে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং পুলিশের এইরকম নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন্তন বসু। তিনি জানিয়েছেন এই ঘটনার দ্রুত নিষ্পত্তি করতে হবে। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে অগ্নিমিত্রা পাল এর গলায় শোনা যায় একই সুর। আজ মৃত বিজেপি কর্মীর স্ত্রী গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান-বিক্ষোভ উপস্থিত হন। তিনি জানিয়েছেন এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।  {ads}

BJP Protest Kolkata sheffield ttimes durga puja 2020 covid19 freedom fighter district politics diwali awareness society post covid situation five days left for durga puja Child musics sounds songs bag

Last Updated :