header banner

বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক শিকিকাদের মারধোর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক  ঃ বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক শিকিকাদের মারধোর । বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ। শিক্ষক ও শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ। পাশাপাশি স্কুলের ভিতরে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেয়া হয় বলে জানা গিয়েছে। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন। ঘটনা স্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কার্যত স্কুলের ভিতরেই আটকে পড়ে রয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা।

{ads}

News School Teacher Police সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article