header banner

Puja donation : পুজোর অনুদান প্রত্যাখ্যান বেহালার সবেদা বাগান ক্লাবের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে (R G kar Incident) তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তারপরে উঠে আসে ধর্ষণ-খুনের অভিযোগ। সেই প্রতিবাদে পথে নামে জুনিয়ার চিকিৎসকেরা (Junior doctors)। সেই আন্দোলনে সামিল হয় গোটা দেশ। প্রতিবাদের জেরে মূলত রাজ্যের তরফে দেওয়া পুজোর অনুদান ফেরাতে চেয়েছিল কিছু পুজো কমিটি। 

{link}

দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্ন (Nabanna) বৈঠকে মুখ্যমন্ত্রী টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যে অনুদান ফিরিয়ে দিল বেহালা (Behala) চৌরাস্তা সবেদা বাগান ক্লাব (Sabeda Bagan Club)। মণ্ডপে ঢাক-গান-ধুনুচি নাচ নয়, এবার পুজোয় আনন্দ নয়, দাবি একটাই বিচার চাই, তাই অনুদান ফেরাল বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাব।

{link}

বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাবের সিদ্ধান্ত, এবার পুজোতে কোনও ঢাক বাজানো হবে না। গান বাজবে না। সমস্ত আনন্দ থেকে বিরত থাকবে সবেদা বাগান পুজো কমিটি। তাঁদের স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র নিয়মরক্ষায় কোনও রকমে এবার পুজো করা হবে শুধু। এবার পুজোয় শুধুমাত্র একটাই দাবি, তিলোত্তমার খুনের বিচার চাই। আর তাই প্রতিবাদ হিসেবেই সরকারি ৮৫০০০ টাকা অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Ko

Last Updated :