header banner

Haridevpur : মাছের বাজারে রক্তাক্ত দেহ উদ্ধার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার সকালেই ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার (Kolkata) হরিদেবপুরে (Haridevpur)। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের কবরডাঙা মাছের বাজার থেকে উদ্ধার যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই যুবককে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। যুবকের পরিচয় এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

{link}

অন্যান্য দিনের মতো সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক পড়ে রয়েছে। চতুর্দিক রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো। তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সময় নষ্ট না করে পুলিশ প্রায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্নিফার ডগও নিয়ে যাওয়া হয়েছে।

{link}

এখনও পর্যন্ত ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে তাঁকে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। মাছের বাজারে ওই যুবককে খুন করা হয়েছে নাকি অন্য কোথাও খুনের পর দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

 

News Breaking News Kolkata Haridevpur সংবাদ

Last Updated :