শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আরজি কর কাণ্ডের (R G kar Incident) প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার (Dharmatala) মেট্রো চ্যানেলের অনশনমঞ্চে চলছে জুনিয়র চিকিৎসকদের (Junior doctors,) আমরণ অনশন। যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন।
{link}
এরই মধ্যে, অনশনের তৃতীয় দিনের মাথায় ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত হয়ে উঠল বউবাজার এলাকা (Bowbazar)। অনশন মঞ্চের জন্য আনা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে।
{link}
এই বিষয় নিয়ে বৌবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বৌবাজার থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।
{ads}
Last Updated :