header banner

CBI : সঞ্জয়ের ফাঁসির দাবিতে CBI যাচ্ছে উচ্চ আদালতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সঞ্জয়ের ফাঁসির দাবিতে আজ CBI যাচ্ছে উচ্চ আদালতে।  একজন অপরাধীকে শিয়ালদা আদালত মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উঠেপরে লেগেছে রাজ্য ও CBI। আজ, সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যাচ্ছে CBI। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। আজকে শুনানিতে তদন্তকারী সংস্থার তরফে তথ্য তুলে ধরা হবে যে কেন এই ঘটনা বিরলতম। একনজরে দেখে নেওয়া যাক, নিজেদের দাবির স্বপক্ষে কোন কোন যুক্তি তুলে ধরবে সিবিআই (CBI)। 

{link}

CBI সূত্রে জানা যাচ্ছে, তাদের পক্ষের যুক্তিগুলো হলো -

সঞ্জয়ের কোনওরকম মানসিক সমস্যা নেই। সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে অপরাধ করেছে সে। তাই ফাঁসির সাজাই পাওয়া উচিত।

মৃত চিকিৎসককে ধর্ষণ ও খুন গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। চিকিৎসকরা বিচারের দাবিতে কর্মবিরতি করায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে।

অভয়াকে ধর্ষণেক পরও রেহাই দেয়নি সঞ্জয়। তাকে খুনও করেছে। সেখানে দাঁড়িয়ে সংশোধনের সুযোগ দেওয়ার কোনও মানে নেই।

সঞ্জয় কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার ছিলেন। তার কাজ মানুষকে সহযোগিতা করা। মানুষকে সুরক্ষা দেওয়া। কিন্তু উলটে ভয়ংকর নৃশংস কাজ করেছে সে।

{link}

আর জি কর কাণ্ড নৃশংস (RG Kar Incident)। এই ঘটনায় সমাজের সমস্ত স্তরের মানুষ ভয় পেয়েছেন। নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সঞ্জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত। সে ধর্ষণ ও খুন করেছে তার প্রমাণ রয়েছে আদালতের কাছে। তা সত্ত্বেও এই ঘটনাকে বিরলতম নয় বলে দাবি করলে আদালতের প্রতি আস্থা হারাবে আমজনতা। এখন দেখার কলকাতা হাই কোর্ট এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেন।

{ads}

 

News Breaking News Kolkata RG Kar Incident CBI junior doctor rape case Kolkata High Court সংবাদ

Last Updated :