header banner

ঠনঠনিয়াতে কি বঞ্চিত মায়ের সন্তান ?

article banner

দুর্গাপূজা শেষে এবার কালীপূজায় করোনা প্রভাব । শহর কলকাতার ঐতিহ্য ঠনঠনিয়া  কালীবাড়ি , প্রতি বছর কালীপূজায় সেখানে হয় অনেক ভক্ত সমাগম । খুবই জাঁকজমক পূজা হয় এই ঠনঠনিয়া কালীবাড়িতে । কালীপুজোর দিন ঠনঠনিয়া  কালীবাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানালেন মন্দিরের সেবায়েত পলাশ ঘোষ। ভক্তদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন।{ads}
 তিনি জানিয়েছেন এবারে করোনা পরিস্থিতির মধ্যে কালী পুজো হবে। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত রকম নিয়ম কানুন মেনে পুজো করা হবে এবং লোকাল থানার পুলিশ এখানে মোতায়েন থাকবে বলে তিনি জানিয়েছেন ।পাশাপাশি তিনি জানিয়েছেন মন্দির চত্বরে এবং মন্দিরের মধ্যে একমাত্র মন্দিরের সেবায়েত এবং পুরোহিত অংশগ্রহণ করতে পারবেন ।দর্শনার্থীরা শুধুমাত্র অর্ঘ্য ঠাকুরের কাছে দিতে পারবেন ।তবে তা মন্দিরের বাইরে থেকে। 


কালীপুজো রাতে বেলা হয় তাই অঞ্জলি দেওয়ার সেই রকম লোক থাকবে না বলে তিনি আশা করছেন। শুধুমাত্র স্থানীয়রা থাকবে।  তবে সমস্ত রকম করোনা বিধিনিষেধ মেনে কিন্তু তারা এই পুজো দেখতে পারবেন বলে জানিয়েছেন তিনি।  তিনি আরও জানিয়েছেন মন্দির প্রাঙ্গণে যারা থাকবেন তাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। {ads}
 

thanthania kalibari history thanthania kalibari kolkata thanthania kalibari opening time covid 19 covid 19 vaccine covid 19 test covid situation west bengal folk song west bengal news west bengal tour

Last Updated :