header banner

Carnival Kolkata: পুজোর কার্নিভাল আর দ্রোহের কার্নিভালে তপ্ত কলকাতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ২০২৪ সালে ভারত দেখলো কলকাতায় দু'টি পুজো কার্নিভাল - একটি সরকারি ও অপরটি জুনিয়র ডাক্তারদের উদ্যোগে নাগরিক সমাজের। আর সেখান থেকেই শুরু হয় টি-শার্ট বিতর্ক। শিরদাঁড়া বিক্রি নেই’, লেখা টি-শার্ট পরে কার্নিভালে যোগ দেওয়ার জন্য ময়দান থানার পুলিশ কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে। যা নিয়ে পুজোর কার্নিভাল আর দ্রোহের কার্নিভালের মাঝে নতুন করে তপ্ত হয়ে ওঠে কলকাতা। এবার এই ইস্যুতে বুধবার পুরসভায় চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দেওয়া সকল চিকিৎসকের বুকেই দেখা গেল ‘উই ডিমান্ড জাস্টিসে’র ব্যাজ।

{link}

বার্তা স্পষ্ট, প্রতিবাদের ব্যাজ বা টি-শার্ট পরে থাকার জন্য পুলিশের পদক্ষেপকে ভাল ভাবে নিচ্ছেন না পুরসভার চিকিৎসকেরা। ইতিমধ্যে মেয়েরের কাছে দাবি করা হয়েছে যে, অন ডিউটি একজন ডাক্তারকে মেয়েরের বিনা অনুমতিতে কি করে পুলিশ তুলে নিয়ে যায়? কেন পৌরসভার পক্ষ থেকে সেই পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে না? ডাক্তার তপোব্রতর পৌরসভার সমস্ত চিকিৎসক। তাঁরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর, বৈঠকে চিকিৎসকেরা মূলত তিনটি দাবিকে সামনে রেখেছেন। তাঁদের স্পষ্ট দাবি, চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে ১৫১ ধারা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।

{link}

পাশাপাশি তপোব্রতর বিরুদ্ধে মামলা রুজু হলে পুরসভাকে আইনি সহায়তা দিতে হবে। এই তিন দাবি পূরণের পাশাপাশি ‘আমরা সবাই প্রতিবাদী’ এই লেখা সম্বলিত ব্যাজ পরে বৃহস্পতিবার ডিউটি করবেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। সব মিলিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সামনে এক জটিল পরিস্থিতি।

{ads}

news breaking news carnival droha carnival R.G.Kar case junior doctor

Last Updated :