header banner

Supreme Court : শীর্ষ আদালতের ধমক খেয়ে অতি তৎপর কলকাতা পুলিশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শীর্ষ আদালতের (Supreme Court) ধমক খেয়ে অতি তৎপর কলকাতা পুলিশ (Calcutta police) - নতুন করে চালু হলো কয়েক দফা বিধান। একথা ঠিক এই সমস্ত নিয়ম আগেও ছিল। কিন্তু তা বাস্তবে রূপ দেওয়ার ততটা উদ্যোগ ছিল না পুলিশের। এবার আবার নতুন করে শুরু হলো সেই তৎপরতা। লালবাজার (Lalbajar) থেকে সমস্ত পুলিশ স্টেশনে ইতিমধ্যে পৌঁছে গেছে সেই নির্দেশিকা।

{link}

নির্দেশিকায় বলা হয়েছে - ১) কোনো সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে আগে মামলা রাজু করতে হবে।
২) ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে হবে এবং সেই জায়গা ‘পুলিশ লাইন পার করবেন না’ টেপ দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘটনাস্থল সংরক্ষিত রাখতে হবে। 
৩) দ্রুততার সঙ্গে সেই জায়গার ভিডিও তোলা ও স্নিফার ডগ নিয়ে যেতে হবে।
৪) বাড়ির মানুষদের কাছে খুব তাড়াতাড়ি সঠিক সংবাদ পৌঁছে দিতে হবে।
৫) ময়না তদন্তের সময় একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একজন পরিবারের মানুষ রাখতে হবে ও ভিডিওগ্রাফি করতে হবে।

{link}

৬) পরিবারের মানুষদের দিয়ে দ্রুত FIR করাতে হবে।
৭) সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
৮) সিজার লিস্ট ও সমস্ত বয়ান ভিডিওগ্রাফি বাধ্যতামূলক।
৯) প্রতিনিয়ত মিডিয়া ব্রিফিং করতে হবে। 

এছাড়াও সবচেয়ে গুরুত্ব দিয়ে বলা হয়েছে,  ১০) যেভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছাড়ানো বন্ধ করতে হবে।

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Calcutta poli

Last Updated :