header banner

R G kar Incident : প্রদীপ হাতে পথে নামার ডাক জুনিয়র চিকিৎসকদের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ৪ তারিখ 'বিচার পেতে আলোর পথে' নামে আর জি করের জুনিয়র ডাক্তারেরা (Junior Doctors) একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়ে নির্যাতিতার বাবা ও মা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন - "টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। কেন? এই প্রশ্নের উত্তর চাই।”তাঁদের প্রশ্ন -"হাসপাতালের তরফে কী ভাবে কোনও পরীক্ষা ছাড়াই বলা হল, আমার মেয়ে আত্মহত্যা করেছেন?

{link}

সে দিন মেয়ের মুখ দেখতে আমাদের সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। ওর মা ওঁদের হাতে-পায়ে ধরেছেন মেয়ের মুখ দেখার জন্য। কেন ময়নাতদন্ত করতে দেরি হল? আমি টালা থানায় এফআইআর (FIR) করি সন্ধ্যা সাড়ে ৬’টা থেকে ৭টার মধ্যে। কিন্তু সেই এফআইআর রাত পৌনে ১২টায় নথিভুক্ত হল কেন? পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল?’’ এমন অজস্র তারা প্রশ্ন সামনে আনলেন।

{link}

তাঁদের সংশয়, পুলিশ বিশেষ কিছু চেপে যাওয়ার চেষ্টা করেছে। নির্যাতিতার বাবা বলেন,"আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু ৩০০-৪০০ পুলিশ থানা ঘিরে রেখেছিল। শ্মশানের টাকাও নেওয়া হল না আমার থেকে। আমার মেয়ে জানল, বাপি এই টাকাটাও দিতে পারল না! ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) সাংবাদিক বৈঠক করে বার বার মিথ্যা কথা বলছেন।” তিনি বলেন, দেহ সৎকারের জন্য পুলিশ উঠেপরে লাগে? কে  দেহ সৎকারের জন্য পুলিশের এতো তৎপরতা ছিল? নির্যাতিতার বাবার অভিযোগ, “সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল। আমি সেই কাগজ ছিঁড়ে ফেলে দিই।” পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Kolkata Prot

Last Updated :