header banner

মুখ্যমন্ত্রীর আশ্বাস ,স্বস্তিতে কলকাতার গুরুদুয়ারা সংগঠন

 ধর্ম প্রত্যেকের ব্যাক্তিগত অধিকার , প্রতি ধর্মের সম্মান প্রতি মানুষের নিজস্ব সম্মানের সঙ্গে জড়িত ।ভারতবর্ষের প্রতি ধর্মের মানুষের নিজস্ব বিশ্বাস ও ভালোবাসার ভাবাবেগ জড়িয়ে আছে তাঁর ধর্মকে ঘিরে ।গত 8 ই অক্টোবর নবান্ন অভিযান করে বিজেপি  এবং সেখানে উপস্থিত ছিলেন  বলবিনদর সিং। নবান্ন অভিযান চলাকালে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তিতে মাথার পাগড়ী খুলে যায়। তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয। ধর্মীয় ভাবমূর্তির কাছে যা খুবই দুঃখের ।এই প্রসঙ্গকে ঘিরে আজ কলকাতার গুরুদুয়ারা সংগঠনের তরফ থেকে কালীঘাটে যান এই বিষয়টির ন্যায় বিচারের জন্য এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা একটি ডেপুটেশন জমা দেন।তাঁরা জানিয়েছেন বালবিনদর সিং এর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে বালবিনদর সিং এর ন্যায় বিচার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বাস দিয়েছেন এই ঘটনার সত্যতা যাচাই হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।এদিন সেখানে উপস্থিত ছিলেন গুরুদুয়ারা সংগঠনের সাধারণ সম্পাদক আবতার সিং ।তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে খানিকটা স্বস্তি পেয়েছেন সংগঠনের সদস্যরা ।

ChiefMinister Kolkata Deputation kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 traditional puja food covid19 non-vgetable independence freedom fighter news me

Last Updated :