header banner

Birati Station : চলন্ত ট্রেনে শিশু পাচার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চলন্ত ট্রেনের মধ্যেই বাজারের ব্যাগ থেকে উদ্ধার শিশু! বাচ্চা চুরির সন্দেহে উত্তেজনা ছড়াল বিরাটি স্টেশনে (Birati Station) । স্থানীয় এবং যাত্রীদের বিক্ষোভে কিছু ক্ষণের জন্য অবরুদ্ধ ট্রেন চলাচল। অভিযোগ, দত্তপুকুর থেকে শিয়ালদহগামী (Sealdah) ট্রেনে বাজারের ব্যাগ ভরে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন মহিলা যাত্রী।

{link}

ওই মহিলার সঙ্গে একটি বাজারের ব্যাগ ছিল। সেই বাজারের ব্যাগের মধ্যেই কাপড় দিয়ে ঢাকা ছিল আনুমানিক ১ বছর বয়সের একটি শিশু। ভ্যাপসা গরমে একসময় শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করেন। কিন্তু নির্বিকার বসে থাকে ওই মহিলা।  তা দেখেই বাকি যাত্রীদের (passengers) সন্দেহ হয়। ওই মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তুলে সরব হন তাঁরা।

{link}

এর পরেই বিরাটি স্টেশনে নেমে যাত্রীরা ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি, তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বেশ কয়েক জন রেললাইনে (railway line) নেমে বিক্ষোভ দেখান। যার ফলে ট্রেন চলাচল থমকে যায় কিছু ক্ষণের জন্য। এর পর রেলপুলিশের (Railway Police) তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।

{ads}

News Braking News West Bengal Kolkata Dumdum Birati Rail Station Birati Station Duttapukur Sealdah Train trafficking Child child screamed Women passengers demonstration railway line

Last Updated :