header banner

Kasba Case: রেজিস্ট্রারে সময় ঘিরে ধোঁয়াশা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমন খবর ও তথ্য সামনে আসতে স্তম্ভিত নাগরিক মহল। শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত দৈন্য ছাড়া এ ঘটনা ঘটতে পারে না।  ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন কসবার ওই কলেজেই হাজির ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়! সেই প্রমাণই দিচ্ছে কলেজের রেজিস্ট্রার। কসবার ওই কলেজের রেজিস্ট্রারে দেখা যাচ্ছে সকাল ৯ টা ৫০ মিনিটে তিনি ঢোকেন এবং রাত ৯ টা ৫০ মিনিটে কলেজ ছাড়েন!

{link}

টিভি নাইনের হাতে সেই রেজিস্ট্রারের ছবি। রেজিস্ট্রারে সকালে কলেজে ঢোকার সময় উল্লেখ থাকলেও, আউট টাইমে যে ৯টা ৫০ লেখা আছে, তাতে এম বা পিএম উল্লেখ নেই। এই নিয়েই ধোঁয়াশা তৈরি হচ্ছে। রেজিস্ট্রারে দেখা যাচ্ছে, তিনি কোনও দিনই এম-পিএম অর্থাৎ সকাল-বিকালের সময় উল্লেখ করেননি।

{link}

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেউ সকাল ৯টা ৫০-এ কলেজে এসে, তখনই নিশ্চয়ই বেরিয়ে যাবেন না। যদি দ্বিতীয় ৯টা ৫০ সময়টা রাতের হয়, তাহলে ধর্ষণকাণ্ডের সময় কলেজের ভিতরেই ছিলেন ভাইস প্রিন্সিপাল। নির্যাতিতা বয়ানে জানিয়েছেন, সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত তাঁর উপরে অত্যাচার চালায় অভিযুক্তরা। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ তদন্ত করছে।

{ads}

 

News Breaking News Kasba Case Rape Case Vice Principal সংবাদ

Last Updated :