header banner

পুরোপুরি সুস্থ ফিরহাদ হাকিম, কলকাতায় ভাকসিনের প্রয়োগ শুরু কবে?

article banner

করোনার ভ্যাকসিন নেওয়ার পর পুরোপুরিভাবে ফিট রয়েছেন বলে শুক্রবার কলকাতা থেকে জানালেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আগামী দিনে এখানেও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলে যখনই কলকাতা পুরসভা বা স্বাস্থ্য দপ্তর ইঙ্গিত দেবে তার পরেই শুরু হয়ে যাবে এখানে এখানে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ বলে জানান তিনি। তবে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কোন তালিকা তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি। তবে তার কথা অনুযাই পুরোপুরি ভাবেই তৈরি রয়েছে স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পুরসভা।
উল্লেখ্য বিষয় বর্তমানে চাতক পাখি ঠিক যেভাবে জলের আশায় বসে থাকে, সেভাবেই মানুষ অপেক্ষারত করোনার ভ্যাকসিনের। তবে ধারনা করা হচ্ছে যে ইমিউনিটির উপর ভিত্তি করেই প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে পঞ্চাশ বছরের উর্দ্ধে এবং পনেরো বছরের নীচের মানুষদের। এখন কলকাতায় কবে থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় তারই অপেক্ষায় গোটা শহরবাসী।  
{ads}

Covid 19 Vaccine kolkata Firhad Hakim West Bengal

Last Updated :