বরণ ও সিঁদুর খেলা আজকের দিনের এক অঙ্গ । কিন্ত করোনার মধ্যে দূরত্ব বজায় রেখে বরণ করা টা খুব কষ্ট কর. মহামান্য কোর্টের নির্দেশ মেনে ঠাকুর পুকুর স্টেটব্যাংক পার্ক এক অভিনব বরণের ও ধুনুচি নাচের ব্যবস্থা করলো । দশমীর দিন সকাল বেলায় মহিলারা ক্লাব এ উপস্থিত হন পি.পি.ই কীট পরে । মহিলারা পি.পি.ই কীট পরে ধুনুচি নাচ নাচলো ও ঠাকুর বরণ করলো। তাঁরা চান সামনের বছর যাতে সুস্থ ভাবে পি.পি.ই কীট ছাড়া তারা এই ঠাকুর বরণ করতে পারেন।{ads}
Last Updated :