header banner

JU : শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ মামলা দায়ের দাবি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শনিবার ও রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) যা ঘটেছে, তা কিছুতেই বন্ধ হচ্ছে না। দু'পক্ষ সমানে এগিয়ে চলেছে। এবার ছাত্ররা মঙ্গলবার রাত থেকেই বিক্ষোভ আন্দোলনে বসে পড়েছে। তাদের প্রধান দুটি দাবি - উপচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান' মামলা করতে হবে। আন্দোলনকারীদের তরফে একগুচ্ছ দাবিদাওয়া রাখা হয়েছে।

{link}

যেখানে বলা হয়েছে, ইন্দ্রানুজ রায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ মামলা দায়ের করতে হবে। অথচ আহত ছাত্রের বাবা-মা সাফ জানিয়ে দিয়েছেন, এটা একটা দুর্ঘটনা। শিক্ষামন্ত্রী নিজে ফোন করে পড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তাঁর এই ব্যবহারের মুগ্ধ ইন্দ্রানুজের পরিবার। এমনকী, ডাক্তারি রিপোর্টেও তেমন কোনও প্রমাণ মেলেনি। এর পরেও ব্রাত্যর বিরুদ্ধে এই দাবি কিছুটা বিস্মিত করেছে নাগরিক মহলকে।

{link}

আন্দোলনকারীদের দাবি, আজ বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে। ঘটনার বিচারবিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। গ্রেপ্তার হওয়া অথবা FIR-এ নাম থাকা সকল পড়ুয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিও জানিয়েছেন তাঁরা। নিজেদের দাবি মানার জন্য উপাচার্যকে আজ বিকেল চারটে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

{ads}

 

News Breaking News Jadavpur University Student সংবাদ

Last Updated :