header banner

ব্যাকফুটে ডেঙ্গু

করোনা প্রভাব থাকলেও এই বছর ডেঙ্গু ততটা প্রভাব ফেলতে পারেনি , পরিস্কার ও স্বাস্থ্য সুরক্ষা বিধির ওপর নজরদারির সুবাদে এই বছর অনেকটাই কম ডেঙ্গুর প্রভাব। করোনা দুশ্চিন্তার মধ্যেও এটি একটি খুশির খবর।
গত বছরের তুলনায় এবছর কলকাতায় ডেঙ্গুর প্রকোপ ৬৫ শতাংশ কম বলে জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে করোনার জন্য সমস্ত বাড়িতে গিয়ে সমস্ত জায়গা দেখা  সম্ভব হচ্ছে না। তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ফলে অনেকের বাড়িতে টবে বা  অন্যত্র জল জমতে পারে। পুরো কর্মীরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন না ।মূলত বড় বড় বাড়িতে সে ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধা হচ্ছে। কিন্তু জমা জলের জন্য যে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পেয়েছে তা নয় ।
ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলকাতা পৌরসভার  ২ জন পৌর কর্মী মারা গেছেন ।তার মধ্যে শেষে যে পুরো কর্মী মারা গেছেন  নিজের গাফিলতির জন্য তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন অতীন ঘোষ। কারণ তিনি জানিয়েছেন পুজোর আগে থেকে দীর্ঘ ১৫ দিন ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ছিলেন এবং শেষ পর্যন্ত গত ২ নভেম্বর তিনি ব্লাড টেস্ট করেন এবং কলকাতা পুরসভার পরিষেবা তিনি নেননি। বেসরকারি সংস্থা থেকে তিনি রক্ত পরীক্ষা করান এবং সঠিকভাবে চিকিৎসা না হওয়ায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ।কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে তার সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেছেন। তাই এদিন তিনি সাধারণ মানুষকে আরও একবার জানিয়েছেন যে কোন রোগে আক্রান্ত হতেই পারে, কিন্তু সঠিক ভাবে তার চিকিৎসা করা উচিত বলে তিনি আরও একবার মনে করিয়ে দিয়েছেন ।{ads}
 

atin ghosh deputy mayor atin ghosh kmc atin ghosh tmc dengue fever dengue fever symptoms dengue symptoms dengue riddim kolkata corporation mazdoor interview kolkata corporation mazdoor kolkata corpora

Last Updated :