header banner

R.GKar: মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের সরাসরি মিটিং

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের মিটিং শেষ। সমস্ত আলোচনা খুবই সুন্দর পরিবেশে হয়েছে। তবে মাঝে মাঝেই দুই পক্ষ থেকেই কিছু নরম-গরম সংলাপও ছুঁড়ে দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে আলোচনা ভালো হয়েছে।

{link}

মমতা তাদের বলেন, "আন্দোলন করেছো, ভালো করেছো। তোমাদের অধিকার আছে। আমি রোজ তোমাদের খবর নিই। আমি যখন অনশন করেছিলাম। সরকারের কেউ আসেনি। আমি রোজ তোমাদের খোঁজ নিয়েছি। আমার অনুরোধ সুস্বাস্থ্য পরিবেশ গড়ে তুলতে অনশন ও ধর্মঘট তুলে নাও। তোমরা কাজে যোগ দাও।" এর পরেই তিনি যোগ করেন, 'আন্দোলন শুরু করলে,আন্দোলন শেষ করতে জানতে হয়।'পরেই মমতা জানান, ওষুধের দাম বাড়ানো নিয়েও তিনি কেন্দ্রকে চিঠি দিয়েছেন।

{link}

তাঁর কথায়, "আমি তো আজকেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। ওষুধের দাম বাড়ানো নিয়ে। তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল, আছে, থাকবে।" এর পরেই মুখ্যমন্ত্রী সেই অভিযোগ সামনে নিয়ে আসেন।

{ads}

news breaking news junior doctor R.G.kar protest live Mamata Banerjee সংবাদ

Last Updated :