header banner

Supreme Court : শীর্ষ আদালতের নির্দেশ অমান্য, আন্দোলন চলবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে রাজ্যের জুনিয়র ডাক্তারেরা (Junior doctors) জানিয়ে দিয়েছে, তাদের ৫ দফা দাবি না মিটলে চিকিসকেরা অবস্থান প্রত্যাহার করবে না। বুধবার স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) বাইরে বিক্ষোভ আন্দোলনে বসে রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে এবার রাজ্যকে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি দিল বার্তা। কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) বিক্ষোভরত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ জুড়ে ফের আন্দোলনে নামতে পারে তারা।

{link}

এমন বার্তায় গভীর সংকটে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সর্ব ভারতীয় চিকিৎসক ফেডারেশনের (All India Doctors Federation) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সারা সম্পূর্ণভাবে রাজ্যের জুনিয়র ডাক্তারদের পাশে আছে । রাজ্যের আন্দোলন অনেক আগেই রাজ্যের সীমা ছাড়িয়ে একটা সর্বভারতীয় ইস্য হয়ে উঠেছিল। এবার তা আরো স্পষ্ট হলো। সর্বভারতীয় জুনিয়র ডাক্তার ও ডাক্তার ফেডারেশন স্পষ্ট বলেছেন, বাংলার জুনিয়র ডাক্তারদের দাবি সঠিক। গায়ের জোরে তা বন্ধ করতে গেলে ওরা চুপ করে বসে থাকবে না। এর সঙ্গে তারা আরো জানান, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর যে হিসেব সুপ্রিম কোর্টে (Supreme Court) দেওয়া হয়েছে তা ভুল।

{link}

আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়,  বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সওয়াল করে বলেন, চিকিৎসার অভাবে রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর জন্য চিকিৎসকদের কর্মবিরতিকে দায়ী করেছে রাজ্য। চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর উল্লেখ রয়েছে স্বাস্থ্য দফতরের রিপোর্টেও। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে রাজ্য মিথ্যে কথা বলছে। তাদের অভিযোগ সুপ্রিম কোর্টে মিথ্যা তথ্য দিয়ে রাজ্য আসলে শীর্ষ আদালতকে অপমান করেছে।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Ko

Last Updated :