header banner

Kolkata : মঙ্গলবার রাতে দমদমে তরুণীকে হেনস্থা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরে সারা বাংলা জুড়ে হচ্ছেটা কি? শালীনতাহানি, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে। এ যেন এক অরাজকর পরিস্থিতি। ঘটনাটি ঘটে দমদম পার্ক (Dum Dum Park) অঞ্চলে মঙ্গলবার রাতে। জানা যাচ্ছে, বেলগাছিয়ার বাসিন্দা কৌশিক সরকার (১৮)। তাঁর সঙ্গে ছিল তাঁর আরও এক বান্ধবী। অভিযোগ, দমদম পার্ক এলাকায় কিছু যুবক মদ্যপ অবস্থায় তাদের কটূক্তি (taunt) করে।

{link}

তরুণীকে ঠেলে ফেলা হয় বলে অভিযোগ। কৌশিক বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তরুণ-তরুণী পরিবারের লোকজনকে নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলার তাদের সম্পূর্ণ সাহায্য করেন। তারপরেই তারা থানায় লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ অবশ্য তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়।

{link}

অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে একটি হোটেল থেকে আটক করেছে। হোটেলে বেআইনি কার্যকলাপ হয় বলে অভিযোগ করছেন আক্রান্ত তরুণের বাবা। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বসাকের অভিযোগ,যে হোটেল থেকে দু’জন আটক করা হয়েছে, সেই হোটেলের মালিক বিজেপি নেতা আমরজিত ঝাঁ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

{ads}

News Breaking News Kolkata Dum Dum Park Rape Case Harassment Case সংবাদ

Last Updated :