আজ একাদশীর দিন সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। গতকাল সোমবার বাবুঘাটে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রশাসক ফিরহাদ হাকিম। আর আজ বাবুঘাট পর্যবেক্ষনের জন্য সেখানে পরিদর্শন করেছেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র পরিষদ দেবাশীষ কুমার।
সোমবার অর্থাৎ দশমীর দিন কলকাতার বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন করা হয়ে গেছে। প্রায় ৫০% প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে মধ্যরাত পর্যন্ত। এমনটি জানিয়েছেন দেবাশীষ কুমার।"গতকাল কলকাতায় প্রায় দুহাজার ও প্রায় পাঁচশোর উপরে মূর্তি বিসর্জন হয়েছে বাবুঘাটে"-মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতিমা নিরঞ্জনের পর কলকাতা কর্পরেশনের পক্ষ থেকে মাতৃমূর্তির কাঠামো তুলে ফেলা হচ্ছে।
{ads}
ফুল বেলপাতা সরিয়ে ফেলা হচ্ছে এবং সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। শুধু তাই নয় এর পাশাপাশি প্রতি এক ঘন্টা অন্তর অন্তর বাবুঘাট এবং তার পাশাপাশি স্থানগুলি জীবানুমুক্ত করার কাজ চলছে। যারা প্রতিমা নিরঞ্জনের সাথে যুক্ত তাদের প্রত্যেককে ব্যাবহার করতে হচ্ছে মাস্ক, বজায় রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব। প্রতিটি প্রতিমার সাথে পুজো কমিটির যাতে পাঁচ-ছয় জনের বেশি না থাকে সেই দিকে নজর দেওয়া হচ্ছে। আজ সকাল থেকেই অনেক প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে এবং পুরোদমেই চলছে সেই কাজ। আজও রাত পর্যন্ত নিরঞ্জন চলবে বলে জানা গিয়েছে। কিন্তু জল থেকে ক্রেনে করে কাঠামো তোলার পদ্ধতি আঘাত করবে বহু বাঙালি হৃদয়ে।
{ads}