header banner

Sadhpur: ১০০ ফুটের দুর্গা মুর্তি এবার সোদপুরে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজোকে ঘিরে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের। ৭৫তম বর্ষে ১০০ ফুটের দুর্গা মুর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। 

{link}

 কোনো দর্শনীয় স্থান নয়। কিংবা কোন স্থাপত্য শিল্প নয়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মন্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে। তার সাথে মন্ডপের একদম মধ্যমনী জুড়ে অধিষ্ঠান করছে প্রতিকি রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি, সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মন্ডপ।

{link}

জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মন্ডপ প্রাঙ্গনে। মন্ডপ সজ্জায় শোলা ,থার্মোকল প্লাই ,কাপড় ব্যবহার করা হয়েছে । এছাড়াও মন্ডপ জুড়ে আগুন প্রতিরোধ মূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে। এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়।

{ads} 

 

news breaking news sodhpur durgapuja festival season সংবাদ

Last Updated :