header banner

Bratya Basu : শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ালো নবান্ন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শনিবারের ঘটনার পরে এটা প্রত্যাশিত ছিল। শনিবার বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি ঐদিন বিশ্ববিদ্যালয় চত্বরে যাওয়া মাত্রই তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন ছাত্ররা।তারপরেই এবার শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়াল নবান্ন (Nabanna)।

{link}

ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাচ। গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখায় ছাত্ররা। এক ছাত্র তাঁর গাড়ির আঘাতে আহত হয়। সব মিলিয়ে পরিস্থিতি খুবই গুরুতর হয়ে ওঠে। একই সাথে অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত শিক্ষামন্ত্রীসহ একাধিক অধ্যাপককে হেনস্তা করা হয়েছিল। অন্যদিকে ওয়েব কুপার তরফের সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হচ্ছে শিক্ষা মন্ত্রীর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছিল। ইতিমধ্যেই এই যাদবপুর কাণ্ডের জল গড়িয়েছে আদালতে।

{link}

পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলে দায়ের হয়েছে মামলা। ওই বিক্ষোভের মধ্যে শনিবার শিক্ষা মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েছিলেন এক ছাত্র। যদিও পুলিশ ওই আহত ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যিনি পুলিশি নিরাপত্তা পান, তার সামনে এভাবে বিক্ষোভকারীরা কীভাবে উপস্থিত হলো? সব দিক বিবেচনা করেই এবার ব্রাত্য বসুকে দেওয়া হচ্ছে জেড ক্যাটাগরির নিরাপত্তা।

{ads}

News Breaking News Bratya Basu Jadavpur University Kolkata সংবাদ

Last Updated :