শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'ভুয়ো' শব্দটা এখন সর্বত্র প্রচলিত। আমাদের সমাজকে সম্পূর্ণ গ্রাস করেছে এই শব্দটা। এবার ভুয়ো পাসপোর্ট ও তার জন্য ভুয়ো বার্থ সার্টিফিকেট প্রসঙ্গ। সম্প্রতি কলকাতা পুলিশের পাসপোর্ট বিভাগে ৬, ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার সময় প্রকাশ্যে আসে ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি। পুলিশ জানতে পারে, এঁরা সকলেই জন্মের শংসাপত্রের (birth certificate) যে নথি পেশ করেছে, তা ভুয়ো। এরপর শুরু হয় তদন্ত।
{link}
লক্ষ্ণণ কুমার নামে একজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। লক্ষ্ণণকে জেরা করেই তার আত্মীয় ও চক্র সম্পর্কে তথ্য হাতে আসে পুলিশের। সামনে আসে বিহার যোগের তথ্য। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত লক্ষ্মণ দাবি করেছেন, তাঁর এক আত্মীয় বিহার থেকে টাকার বিনিময়ে এই জাল বার্থ সার্টিফিকেট তৈরি করিয়ে দিয়েছিল। এই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়ে তদন্তকারীদের মনে প্রশ্ন, যে কটি জাল বার্থ সার্টিফিকেট এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, তা সবই কি বিহার থেকে আনা হয়েছে?
{link}
তার খোঁজ নিচ্ছে পুলিশ। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অনুমান, পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে সমস্ত দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত। তবে লক্ষ্ণণের দেওয়া তথ্য তদন্তের গতি বদলে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে, এই চক্র সারা দেশে ছড়িয়ে দিয়েছে এই ধরনের ভুয়ো বার্থ সার্টিফিকেট।
{ads}