শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শেষ মেট্রোর (Metro) সময় বার বার করে পরিবর্তন করা হয়েছে। কখনো পিছিয়ে দেওয়া হয়েছে, আবার কোভিডের সময় অনেকটা এগিয়ে আনা হয়েছিল। কিন্তু শেষ মেট্রোতে যাত্রী প্রায় হাতে গোনা। ফলে বিপুল ক্ষতি হচ্ছিলো মেট্রো রেলের। সেই পরিস্থিতিতে শেষ মেট্রোর ভাড়া ১০ টাকা বাড়িয়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ।
{link}
সোমবার এক বিজ্ঞাপ্তিতে একথা জানানো হয়। যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। হাতেগোনা যাত্রী নিয়ে যাতায়াত করে মেট্রো রেল। আর সেই কারণে লোকসানও হচ্ছে। রাতের শেষ মেট্রো তুলে না দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখেই শেষ মেট্রোর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। রাত ১০টা ৪০ মিনিটে প্রান্তিক স্টেশন থেকে যে শেষ মেট্রো ছাড়বে তার যাত্রীদেরই শুধুমাত্র গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা।
{link}
সোমবার মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানায় -"রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ (Kavi Subhash metro station) (নিউ গড়িয়া) থেকে দমদম এবং দমদম (Dumdum) থেকে কবি সুভাষ পর্যন্ত দু’টি বিশেষ মেট্রো চালানো হয়। তবে দেখা গিয়েছে, খুব কম সংখ্যক যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন। তাই দূরত্ব-নির্বিশেষে পরিষেবার প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ যোগ করার পরিকল্পনা করা হয়েছে ৷ এই নিয়ম চলতি বছরের ১০ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।’’
{ads}