header banner

Resignation : বিনীত গোয়েলের বিদায় , শুধুই সময়ের অপেক্ষা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার রাতেই মুখ্যমন্ত্রী (CM) জানিয়ে দেন, মঙ্গলবার বিকেল ৪টের সময় সরকার কিছু তথ্য ঘোষণা করবে। সেই মতো ঘোষণা হতে চলেছে বিনীত গোয়েলের (Vineet Kumar Goyal) পদত্যাগ। মঙ্গলবারই নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন বিকেল ৪টেয় পদত্যাগ করবেন বিনীত গোয়েল।

{link}

তবে নতুন সিপি (CP) কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সামনে আসছে একাধিক আইপিএস (IPS) অফিসারের নাম। সিপি হিসেবে প্রথমেই সামনে আসছে নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পান্ডের নাম। এছাড়াও জল্পনা রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইবি জাভেদ শামিম। তবে শেষ সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের একাধিক অভিযোগ।

{link}

তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার (Lalbajar) অভিযানও করেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তো ওঠেই, অন্যদিকে, গত ১৪ অগস্ট যেভাবে আরজি করে ভাঙচুর, তাণ্ডব চলে, তাতেই অস্বস্তি বাড়ে পুলিশের। এরপর বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে একাধিকবার। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, বিনীত গোয়েল নিজেও পদত্যাগ করতে চেয়েছিলেন। এখন বিনীত গোয়েলের পদত্যাগ শুধুই সময়ের অপেক্ষা।

{ads}

News Breaking News Tilottama Vineet Kumar Goyal R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Poli

Last Updated :