header banner

Student Death: দশম শ্রেণীর টেস্টে ফেল করার ভয়, সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

article banner

Student Death: সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রর মৃত্যুতে চাঞ্চল্য। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম নীলাদ্রি মান্না। বাঘাযতীন আইরিশ হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু ঘটেছে। বর্তমানে দশম শ্রেনীতে পাঠরত ছিল ওই ছাত্র। 

{link}

জানা গিয়েছে, ১৫ বছরের যুবক নীলাদ্রি মান্নাকে তাঁর বাড়ির লোক গতকাল প্রেসার কমে যাওয়ার উপসর্গ নিয়ে বাঘাযতীন আইরিশ হাসপাতালে ভর্তি করান। পড়ুয়া মৃত্যুর কারণ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, দশম শ্রেণির টেস্ট পরীক্ষা নিয়ে নীলাদ্রি মনে আতঙ্ক তৈরি হয়েছিল। পরীক্ষায় যদি পাশ না করতে পারে, সেই আতঙ্ক তাঁকে গ্রাস করে। সেই কারণে চিকিৎসক বাবার থেকে চুরি করে উচ্চ রক্তচাপের ওষুধ খেয়েছিল সে। সেই ওষুধ খাওয়ার কারণেই তার মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা। ছেলের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। 

news Student Death Kolkata South Point School Education Kolkata সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article