header banner

Bratya Basu : অবশেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই বলে ঘোলা করে জল খাওয়া। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ঘটে যাওয়া দুর্ভাগ্যজনকে ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিরুদ্ধে ৭টি FIR করা হয়েছে। কিন্তু আহত ছাত্রের কোনো FIR পুলিশ গ্রহণ করে নি। এবার আদালতের নির্দেশে জল ঘোলা করেই খেতে হলো পুলিশকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়। খুনের চেষ্টা,মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু পুলিশের।

{link}

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে তার প্রেক্ষিতে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের তরফে ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। তবে অভিযোগ, পুলিশ এর প্রেক্ষিতে কোনও মামলা রুজু করেনি। এরপর বুধবার একটি মামলা দায়ের হয় হাইকোর্টে। আর সেখানে ছত্রদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, “সাত জনের FIR-এ মিথ্যে দাবি করা হয়েছে। ছাত্রদের কোনও এফআইআর নেওয়াই হয়নি। কিন্তু,যাঁরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের FIR নেওয়া হয়েছে।”

{link}

এরপরই কেন এফআইআর নেওয়া হয়নি তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরবর্তীতে তিনি স্পষ্ট নির্দেশ দেন, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ FIR হিসাবে নিতে হবে। পুলিশ সূত্রে খবর, এরপর বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, ওমপ্রকাশ মিশ্র সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারাতে এফআইআর রুজু হয়েছে। এবার দেখার বিষয়টা কোন দিকে গড়াচ্ছে।

{ads}

News Breaking News Jadavpur University Bratya Basu FIR সংবাদ

Last Updated :