header banner

Chinar Park : সাতসকালে আগুন রেঁস্তোরায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মেছুয়া বাজারের ভয়বহ অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই বৃহস্পতিবার সকালে চিনার পার্কের (Chinar Park) রেঁস্তোরায় আগুন। বৃহস্পতিবার সকালে চিনার পার্কের একটি নামকরা রেস্তোরাঁয় আগুন লাগে। সেই সময় রেস্তোরাঁটি বন্ধ ছিল।  আগুন লাগার কিছুক্ষণ পরই রেস্তোরাঁ থেকে গলগল করে কালো ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ।

{link}

আশেপাশের বাড়ি থেকে ভয়ে-আতঙ্কে অনেকেই নীচে নেমে আসেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। সাতসকালে আগুন লাগল চিনার পার্কের রেস্তোরাঁয়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় রেস্তোরাঁটি। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। শেষ আপডেট অনুযায়ী, প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়ে গিয়েছে।

{link}

বর্তমানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। সামনের অংশে আগুন নেভানো সম্ভব হলেও, পিছনের দিকে এখনও আগুন জ্বলছে। রেস্তোরাঁর ছাদে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে।

{ads}

News Breaking News Chinar Park Fire সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article