header banner

Kolkata : কলকাতায় ফের মিললো আগ্নেয়াস্ত্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত মাস তিনেক আগেই শিয়ালদা (Sealdah) থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এবার আবার সেই শিয়ালদা! সোমবার রাতে শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের কাছে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা (Kolkata) পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখানেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে।

{link}

পুলিশ সূত্রে খবর, মুচিপাড়া থানার এলাকার বাড়িটি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত ৫ জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম সেমি অটোমেটিক এবং একটি সিঙ্গল শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫ রাউন্ট তাজা কার্তুজও মিলেছে। নাগরিক মহলের প্রশ্ন, কলকাতা কি ধীরে ধীরে অস্ত্রভাণ্ডারে পরিণত হচ্ছে?

{link}

পুলিশ সূত্রে খাবে, ধৃতরা হল শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্তা এবং রুকেশ সাহানি। সকলেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ইতিমধ্যে কলকাতা পুলিশ এসটিএফ থানায় এফআইআর দায়ের হয়েছে। উত্তরপ্রদেশ থেকে আগেয়াস্ত্র নিয়ে কী উদ্দেশে পাঁচ যুবক বাংলায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের হেফাজতে নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গত নভেম্বর মাসেও শিয়ালদহ চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এই অস্ত্র কি শুধুই দুষ্কৃতীদের জন্য আনা, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক দল আছে তাও খোঁজ নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

{ads}

News Breaking News Sealdah Kolkata সংবাদ

Last Updated :