শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবারও আগুন অ্যাক্রোপলিস মলে । ঠিক পাঁচ মাস আগে এই মলের ফুড কোর্টে আগুন লাগে, আতঙ্ক ছড়ায়। তারপর কয়েকদিন মল বন্ধও রাখা হয়েছিল। এরপর মাত্র মাস পাঁচেকের মধ্যেই আবারও মলে আগুন। এবারও উৎসস্থল ফুডকোর্ট। কসবার অ্যাক্রোপলিস মলে বেলা পৌনে ১১টা নাগাদ আগুন লাগে।
{link}
সোমবার সকাল প্রায় সাড়ে ১০টা। অ্য়াক্রোপলিস মলের অফিসগুলিতে সবে কর্মীরা আসতে শুরু করেছিলেন। মলের বিভিন্ন দোকানের কর্মীরাও হাজিরা দিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই ব্যাপক আতঙ্কের পরিবেশ। আগুন লেগেছে বলে শোনা যায়। মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস। আতঙ্ক ছড়ায় সেখানেই। সূত্রের খবর, ৫ মাস আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন অনেক বেশি পারদর্শী মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সেখানকার অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়।
{link}
মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে।এর আগে ১৪ জুন, অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লাগে। হাইড্রলিক ল্যাডার এনে কাচ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। মলের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গিয়েছে, ফুড কোর্টের একটি দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে।
{ads}