header banner

আমিষ ভোগের পুজোয় নিউ নর্মালের ছোঁয়া

৭৪ বছরের পুজো শুরু হল ঘটক বাড়িতে ।নিউ নর্মালের ছোঁয়া লেগেছে কলকাতার এই ঐতিহ্যবাহী বাড়ির পুজোতেও। পারিবারিক পুজোর উদ্যোক্তারাও এবার তাঁদের নিজেদের বাড়িতেও দুর্গাপুজোর দিনগুলিতে বাড়তি সতর্কতা নিয়েছেন বলে জানা গিয়েছে । শহরের উত্তর থেকে দক্ষিণে কয়েকশো পারিবারিক পুজো এ শহরের ঐতিহ্য। এগুলির মধ্যে একশ, দুশো, তিনশো এমনকি তারও প্রাচীন পুজো রয়েছে। পুজোর দিনগুলিতে ওইসব বাড়িতেও ঠাকুর দেখতে দর্শনার্থীর ঢল নামছে  এবার দর্শনার্থী শুধু নিয়ন্ত্রণে রাখাই নয়, যাঁরা বাড়ির পুজো দেখতে আসবেন তাঁদের কোভিড বিধি মেনে নিউ নর্মালের দুর্গাপুজোয় কিভাবে বাড়ির প্রতিমা দেখার সুযোগ করে দেওয়া যায় তা চেষ্টা করছেন ।{ads}
বাংলাদেশের বিঝারিতে সংস্কৃত পন্ডিত পরিবার হিসেবে সুপরিচয় ছিল ঘটকদের। এঁরা পরবর্তীতে ঘটক উপাধি লাভ করেছিলেন। এই পরিবারের এক পূর্বপুরুষ বিধুভূষণ ঘটক মা সারদার প্রত্যক্ষ শিষ্য ছিলেন বলে জানা যায়। এনার ডাকে বিঝারিতে ঘটকদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন মা সারদা। উদ্বোধন প্রকাশিত গ্রন্থে মা সারদার প্রত্যক্ষ শিষ্যদের তালিকাতেও এঁর নাম রয়েছে।
 পুজোর কটা দিন সকল সদস্য রামগড়ের পুজোবাড়িতে আনন্দময়ীর উৎসবে ঠিক হাজির হবেনই। অতিথি অভ্যাগতদের ভিড়ে পুজোর কদিন গমগম করে এ বাড়ি। ঘটক বাড়ির পুজোর বিশেষত্ব এখনো দুই শতাব্দীর প্রাচীন নিয়ম মেনে পুজোর তিন দিনই বলি হয় মহামায়ার সামনে।  সে সময়কার তালপাতার পুঁথি ও ভুর্জ পত্র এবং তাল পাতাতেই লেখা চন্ডী আজো যত্নে রক্ষিত হয়ে আছে বাড়িতে।
এবার পুজোর অন্য আচার অনুষ্ঠানের সঙ্গে আগত অতিথি ও দর্শনার্থীদের থার্মাল স্ক্যানিং ও হাত স্যানিটাইজ করার ব্যবস্থা ছাড়াও মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। সম্পূর্ণ পুজোবাড়ি ও মন্ডপ সহ ঠাকুর দালান স্যানিটাইজ করে একই সঙ্গে বহুমানুষ যাতে প্রতিমা দর্শনে ভিড় না করেন তাও নিশ্চিত করা হচ্ছে ।
{ads}

Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 food covid19 independence freedom fighter news media religion district cit

Last Updated :